সেবক, সেবিকা এবং এটেন্ডেন্টদের সাথে সম্মানজনক ব্যবহার করন।
তাদের সাথে বাসার কাজের লোকদের মত ব্যবহার করা যাবেনা ।
রোগীর সেবা সংক্রান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোনো কাজ করানো যাবেনা।.
আলিফ হোম কেয়ার বিডি এর নির্ধারিত সময় সীমার অতিরিক্ত কাজ করানো যাবেনা।
সেবক/সেবিকা/আয়াদের কোনো প্রকার যৌন হয়রানী করা যাবেনা।
সেবক/সেবিকা/আয়াদের কোনো প্রকার বেয়াদবি বা কাজের প্রতি অবহেলা পেলে বা দেখলে সাথে সাথে আলিফ অবহিত করতে হবে। নার্সিং হোম কেয়ার এর পক্ষথেকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলিফ হোম কেয়ার বিডি এর সাথে চুক্তি গত টাকা কর্মরত স্টাফদের কাছে দেয়া যাবে না।
আলিফ হোম কেয়ার বিডি কর্তৃক নিয়োগকৃত স্টাফদের কোনো প্রকার প্রলোভন দেখিয়ে ব্যাক্তিগত ভাবে নিয়োগ দেয়া যাবে না।
আলিফ হোম কেয়ার বিডি কর্তৃক নিয়োগকৃত স্টাফদের বেতন ৩০ দিন পর পর পরিশোধ করতে হবে।
কোনো কারনে সেবা বন্ধ করতে চাইলে কমপক্ষে ১০ দিন আগে কর্তৃপক্ষকে জানাতে হবে, অন্যথায় বাড়তি ৫ দিনের বেতন পরিশোধ করতে হবে।
আলিফ হোম কেয়ার বিডি কর্তৃপক্ষ সার্ভিস বন্ধ করতে চাইলে ১০ দিন আগে যানানো হবে।
আলিফ হোম কেয়ার বিডি কর্তৃক সেবা চলাকালীন সময়ে সেবা গ্রহণকারী অসুস্থ হয়ে পরলে অভিভাবকগন নিজ দায়িত্বে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করবেন।
অবশ্যই মনে রাখতে হবে যে আলিফ হোম কেয়ার বিডি কেয়ার কর্তৃক কোনো প্রকার চিকিৎসা বা চিকৎসাপত্র প্রদান করা হয় না।
কেবল মাত্র বৃদ্ধ ও অসুস্থদের সেবা প্রদান করা হয়।.
সেবক/সেবিকা ও কেয়ার গিভার কর্মরত অবস্থায় খাবার এর ব্যবস্থা করতে হবে।
কর্মরত দিন ছয় মাস হলে ঈদ বোনাস দিতে হবে।.
উক্ত নিয়মের পরিপন্থী কোনো কাজ করলে এই চুক্তির মাধ্যেমে আলিফ হোম কেয়ার বিডি কর্তৃপক্ষ যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আমি/আমরা তা মেনে নিতে বাধ্য থাকবো। উপরোক্ত সকল নিয়মাবলি পড়ে/বুঝে স্বজ্ঞানে স্বেচ্ছায় আলিফ হোম কেয়ার বিডি থেকে সেবক/সেবিকা নিয়োগের জন্য সম্মত হলাম।
সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকব।
ব্লাড প্রেসার, পালস, জ্বর, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করব।
রোগীর সেবা সংক্রান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোনো কাজ করানো যাবেনা।.
ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ভাবে ঔষধ সেবন করাব।
ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিষ্কার করাব এবং অবশ্যই চোখের যত্ন নিব।
সঠিক সময়ে গোসল করাব, হাত পা এবং পিঠের যত্ন নিব।
রোগীকে টয়লেটে সাহায্য করব। বিছানায় পায়খানা, পেশাব করলে অবশ্যই পরিষ্কার করব।
রোগী যেভাবে থাকতে সাচ্ছন্দবোধ করবে তাকে সেভাবেই বসিয়ে বা শুইয়ে রাখব, চলা ফেরায় সাহায্য করব।
রোগীর শরীরে কোনো প্রকার বেডসোর থাকলে অবশ্যই নজর রাখব, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করব।
সঠিক সময়ে পরিমানমতো খাবার খাওয়াব। এনজি টিউব বা বিকল্প উপায়ে খাবার খাওয়ানোর চেষ্টা করব।
রোগীর অভিভাবকদের সাথে সম্মানজনক ব্যাবহার করব।
প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম অবশ্যই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
এনজি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন নিবো।
কেবল মাত্র বৃদ্ধ ও অসুস্থদের সেবা প্রদান করা হয়।.
সেব প্রত্যেক দিন ২/৩ বার হাটাব এবং রোগীর চাহিদা অনুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করাব।ক/সেবিকা ও কেয়ার গিভার কর্মরত অবস্থায় খাবার এর ব্যবস্থা করতে হবে।
রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাব এবং রোগীর সাথে সুন্দর করে কথা বলব।
রোগীর ব্যাবহৃত কাপড়, বিছানাপত্র গুছিয়ে রাখব।
বিঃদ্রঃ নার্সিং কাঠামোগত শিক্ষা অনুযায়ী সার্বিকভাবে সর্ব প্রাকার সেবা প্রদান করব।
Like many people, you may schedule a yearly checkup or “annual physical” with your doctor. It usually includes a health history, physical exam and tests. It is important to have a regular doctor who helps make sure you receive the medical care that is best for your individual needs..
Our care coordinator will speak to you and make a home visit to understand and find out more on patient's condition and type of care that may be required, offering possible suggestions upon assessment..
We recognize that living with a disability can bring challenges to daily living. Our services aim to help you feel empowered and supported to live an independent, enriched and happy life..
Feel free to contact us or just drop a line here. Our support stuff will reach you very soon